শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
গুরু নানকের জন্মদিবসে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। কৃষক নেতা রাকেশ টিকায়েত সাফ জানিয়ে দিলেন, ”আন্দোলন এখনই থামবে না। সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) সমস্যারও দ্রুত সমাধান প্রয়োজন।”

শুক্রবার গুরুপরব উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আসন্ন উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই ভোল বদল মোদি সরকারের।
आंदोलन तत्काल वापस नहीं होगा, हम उस दिन का इंतजार करेंगे जब कृषि कानूनों को संसद में रद्द किया जाएगा ।
सरकार MSP के साथ-साथ किसानों के दूसरे मुद्दों पर भी बातचीत करें : @RakeshTikaitBKU#FarmersProtest
— Rakesh Tikait (@RakeshTikaitBKU) November 19, 2021
কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ এক বছর দিল্লি সীমান্তে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন কৃষকরা সেই আন্দোলনে অবশেষে জয়ী হলেন তাঁরা। দেশ জোড়া প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ ইসলাম ধর্মের হয়েও হিন্দু জনজাতি শংসাপত্রের ব্যবহার! ওয়াংখেড়ের স্কুলের শংসাপত্র প্রকাশ নবাব মালিকের
তবে, কৃষক নেতা রাকেশ টিকায়েত সাফ জানিয়েছেন সরকারের মুখের ভরসা রেখে এখনই তাঁরা প্রত্যাহার করবেন না আন্দোলন, সংসদে আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুনঃ ভোট বড় বালাই, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584