পটাশপুরে কৃষি প্রশিক্ষণ শিবির

0
39

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় গত মার্চ থেকে চলছে লকডাউন ৷ এই পরিস্থিতিতে কর্মহারা বহু মানুষ ৷ এই লকডাউনের ফলে দিশেহারা রাজ্যের চাষিরাও, কারণ তেমনভাবে ফসলের দাম পাচ্ছেন না চাষিরা ৷ এরই মাঝে ঘূর্ণিঝড় ও অতি ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চাষি ৷

people | newsfront.co
কৃষি প্রশিক্ষণ শিবির ৷ নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে আর্থিক অবস্থা খারাপ হওয়ার ফলে চাষিদের কিছুটা স্বস্তি দিয়ে সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণে জোর দিয়েছিল খাদ্য দফতর। শুধু তাই নয়, চাষিদের কাছে বেশি পরিমাণে সহায়ক মূল্যে ধান কেনার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল লক্ষ্যমাত্রা। সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় উপকৃত হয়েছেন বহু চাষি। সেই মোতাবেক চাষিদের নিয়ে একদিনের কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার ব্লক কৃষি দফতরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিদের নিয়ে এই কৃষক প্রশিক্ষণ শিবির করা হয়েছে। শিবিরে যোগ দেন শতাধিক কৃষক। পটাশপুর-২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা সৌরভ মাইতি বলেন, “সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মূলত ধান চাষের প্রতি কৃষকদের ঝোঁক বাড়াতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।

আরও পড়ুনঃ আক্রান্ত গর্ভবতী দীর্ঘ অপেক্ষার পর ভর্তি মেদিনীপুর মেডিকেলে

জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পে সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় একশো হেক্টর জমিতে ধান চাষের উপর কৃষকদের জোর দেওয়া হয়েছে। যার ফলে চাষিরা লাভবানও হবেন।” উপস্থিত ছিলেন সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ, উপ-প্রধান অসীমা সিংহ, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার জয়ন্ত বর্মণ প্রমুখ ব্যক্তি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here