নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টানা বৃষ্টিতে ভুট্টা চাষে উত্তর দিনাজপুর জেলায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কোন চাষীর ফসল ভেসে গিয়েছে, তো কোন চাষী বৃষ্টির কারণে ফসল শুকোতেই পারছেন না। লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে সব ভুট্টা। এই প্রাকৃতিক বিপর্যয় ও সংকটের মূহুর্ত কাটিয়ে কোনও কোনও ভুট্টা চাষী ওই ফসল বিক্রি করতে গেলে তা বিক্রি হচ্ছে না।
এমনকি বীজ কেনার দামও উঠেছে না বলে অভিযোগ। এর জেরে চরম সমস্যায় কয়েক শতাধিক ভুট্টা চাষী। লকডাউনের জেরে ঘরে অভাব রয়েছে, তার উপর চাষ করা ভুট্টার বাজারদর নেই। যারা ভুট্টা চাষ করছিলেন বৃষ্টিতে বেশিরভাগ ভুট্টাই নষ্ট হয়ে গিয়েছে। আর যতটুকু বাঁচাতে পেরেছেন তার দাম পাচ্ছেন না চাষীরা, ফলে কষ্টের শেষ নেই চাষীদের ৷
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরের চার করোনা জয়ী পাড়ি দিল কলকাতা স্বাস্থ্যভবনে
এদিকে যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে চাষের জমিও জলে ডুবে রয়েছে। ফলে ধান চাষও করতে পারছেন না ধানচাষীরা। সব মিলিয়ে এক চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে জীবন কাটছে তাদের। ইসলামপুরের তেলিভিটা এলাকার ভুট্টা চাষী রাইসার আলম জানিয়েছেন, ভুট্টার ৫০০ থেকে ৬০০ টাকা কুইন্টাল দাম উঠেছে।
আরও পড়ুনঃ পাহাড়ে আরও ৭ দিনের জন্য বাড়ানো হল লকডাউন
আবার কোন মহাজন সেই দামও দিচ্ছেন না। যা দাম পাওয়া যাচ্ছে তাতে বীজের দামই উঠছে না। চাষীদের বক্তব্য, অন্য বছরের তুলনায় এবছর ভুট্টার বাজার নেই বললেই চলে। ভুট্টা বিক্রি করে যে ধান লাগাবেন তারও উপায় নেই। সব মিলিয়ে চরম সমস্যার মধ্য দিয়ে তাদের সময় কাটছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584