নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
লাগাতার বৃষ্টির কারণে ক্ষেতের ফসল কেটে ঘরে তুলতে পারছেন না আলিপুরদুয়ার জেলার কৃষকরা। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পরেছেন কৃষকরা। বেগতিক বুঝে শুক্রবার কৃষকদের এই দুর্দশা পরিদর্শনে যান আলিপুরদুয়ার জেলার উপকৃষি অধিকর্তা হরিশ চন্দ্র রায়। এদিন ফালাকাটার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান হরিশবাবু ও অন্যান্য কৃষি আধিকারিকরা।
আরও পড়ুন:ঘূর্ণিঝড়ে মৃত মহিলার পরিবারের পাশে মন্ত্রী শুভেন্দু
জানা গিয়েছে সাধারণত এখনো মৌসুমি বায়ু এই রাজ্যে ঢোকেনি। বর্ষা শুরু হয়নি এখনো। কিন্তু আমপানের জেরে এই উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। বুধবার থেকে টানা কখনো ভারী তো কখনো হাল্কা বৃষ্টি হচ্ছে। আর তার জেরে ক্ষেতের ফসল কাটতে পারছেন না কৃষকরা। এই সময় ঝিঙ্গে, বেগুন , ঢেঁরসের মতো সব্জি চাষের মাঠেই নষ্ট হচ্ছে। ব্যাপক ক্ষতি হচ্ছে ভুট্টার। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় মোট ১৮ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। প্রতি হেক্টরে প্রায় ৫ টন করে ভুট্টা চাষ হয়। ফলে বৃষ্টির কারণে এই বিপুল পরিমাণ ভুট্টা কেটে ঘরে নিয়ে যেতে সমস্যায় পড়েছেন কৃষকরা।
আলিপুরদুয়ার জেলার উপকৃষি অধিকর্তা হরিশ চন্দ্র রায় বলেন, “ লাগাতার বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হয়নি। কিন্তু কৃষকরা মাঠের ফসল কেটে ঘরে নিয়ে যেতে পারছেন না। ভিজে স্যাতস্যাতে পরিবেশে রোগ পোকার আক্রমণ বেশি হচ্ছে। আবার ক্ষতিপূরণের জন্য সার্ভে করতে গেলে দেখা যাচ্ছে ফসল মাঠে ঠিক রয়েছে। সেই কারণে ক্ষতিপূরণও দেওয়া যাচ্ছে না। ফলে সমস্যা তৈরি হয়েছে।” জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584