নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন জেলার কৃষকরা। দিন মজুরের অভাবে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। এদিকে ফসলকে নষ্টের হাত থেকে বাঁচাতে নিজেরাই মাঠে নেমেছে। অপরদিকে করোনা ভাইরাসের আতংকে সারা বিশ্ব কাঁপছে।
আর তারই মধ্যে একদিকে করোনা ভাইরাসের ভয় তো অন্য দিকে পুলিশের লাঠি পেটার ভয়ে শ্রমিকরা কাজ করতে আসছে না। তাই দিন মজুররা কাজে না আসায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
আরও পড়ুনঃ ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত এলাকায় খোলা মদের দোকান, বিক্ষোভ গ্রামবাসীদের
মূলত এই মরসুমটা গম কাটার সময়। এদিকে এই লকডাউনের জেরে দিন মজুর না পাওয়ায়, কাটার অভাবে ক্রমেই নষ্ট হতে শুরু করেছে জমির ফসল। এমনকি ভূট্টা,লঙ্কা খেতে জল দেবার প্রয়োজন হলেও দিন মজুরের অভাবে ক্ষেতে জল দিতে পারছেন না কৃষকরা।
ফলে জলের অভাবে ক্রমেই শুকিয়ে যাচ্ছে ক্ষেতের সফল। তবে এ বিষয়ে চাষিরা জানিয়েছেন, চাষ করার আগে ব্যাংকের কাছে ঋন নিয়ে ছিলাম। আর ফসল কাটার পর সেই ঋন শোধ করার পরিকল্পনাও ছিল। আর এই পরিস্থিতিতে মাঠে ফসল নষ্ট হওয়ায় এখন তারা অথৈ জলে পড়েছেন।
তাই কোনক্রমে ফসল বাঁচানোর জন্য নিজেরাই জল দিতে জমিতে নেমে পড়েছেন। লোকের অভাবে ফসল এভাবে নষ্ট হলে আগামীতে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে মনে করছে কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584