জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বাজেটে আজ একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই পরিস্থিতিতে কয়েকটি সামগ্রীর দাম বাড়তে চলেছে, কয়েকটি সামগ্রীর আবার দাম কমতে চলেছে।
কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দিতে নতুন প্রকল্প। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা। ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে ফসল কেনার জন্য ২লক্ষ ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী গতি শক্তিঃ গতি আনবে অর্থনৈতিক বৃদ্ধি, পরিকাঠামো ও কর্মসংস্থানে, ঘোষণা বাজেটে
তবে কৃষকরা আখেরে লাভের মুখ দেখতে পাচ্ছে না বলেই দাবি করছেন তারা। তারা ফসলের নায্য মূল্য পায়নি ভবিষ্যতেও পাবে কী না সন্দেহ প্রকাশ করেছেন এ বিষয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584