শচীন সূত্রধর, পুরুলিয়াঃ

কোভিড – ১৯ র প্রভাব, আমপান, অকাল বৃষ্টি এমন নানান প্রাকৃতিক দুর্যোগের ফলে চলতি বছরে কষ্টেই রয়েছেন চাষীরা। তার উপর এক নতুন সমস্যা দেখা দিয়েছে পুরুলিয়া জেলায়।


সোমবার পুরুলিয়া জেলার সুন্দরী বাঘমুন্ডি ব্লকের তুন্তুরি সুইসা অঞ্চলে দেখা গেল ধানের সমস্যা।
এদিন বাঘমুন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজুরের সভাপতি হেমাকান্ত কুইরী জানান যে, কাবেরী ৪৭৫ নামক ধান বীজটিতে পুরোপুরি চাষীদেরকে চিন্তায় ফেলে দিয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে বাড়ল ই-রিক্সা রেজিস্ট্রেশনের সময়সীমা
এই করোনা মহামারীর পরিস্থিতিতে চাষীরা যদি এই ভাবে নকল ধান বীজ পায় তাহলে চাষীরা বিশাল মাত্রায় সংকটে পড়বে।
তিনি আরও জানান যে, এই ধান বীজের উৎপাদনে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ নষ্ট হয়েছে চাষীর এবং তিনি এই
কাবেরী ৪৭৫ ধান বীজের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584