পেরুতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কৃষকরা

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পেরুতে আইনসভায় কৃষি ক্ষেত্রে মজুরি সংক্রান্ত একটি নতুন বিল পাস হওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। সংঘর্ষ বাধে পুলিশের সাথে, তিনজন মারা যান। এই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শতাধিক কৃষক। একই সঙ্গে মজুরি বাড়ানোর দাবিও জানান তাঁরা।

Peru Police | newsfront.co

গত বুধবার পুলিশের সঙ্গে ওই সংঘর্ষের ঘটনা ঘটে, এই ঘটনায় প্রাণ হারান তিন জন। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। ওই দিন সড়ক অবরোধ কর্মসূচি পালন করার সময় বিক্ষোভকারীদের একজনকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে হাসপাতালে মারা যান তিনি।

পেরুর আইনসভায় গত মঙ্গলবার একটি বিল পাস হয়। এই বিল নিয়ে ক্ষুব্ধ হয়েছেন দেশটির কৃষকেরা। কৃষিজাতপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলির কাছে তাঁরা তাঁদের দৈনিক মজুরি ১১ ডলার থেকে ১৮ ডলার করার দাবি জানান। কিন্তু ওই বিলে মজুরি বাড়িয়ে ১৩ ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ফের মুম্বই হামলার মাস্টার মাইন্ডকে গ্রেফতার করল পাকিস্তান

পুলিশের সঙ্গে এ দিনের সংঘর্ষে ২৮ বিক্ষোভকারী আহত হন। আহত হন ১৫ পুলিশ কর্মীও। সংঘর্ষের ঘটনায় মোট ৪৫ জন কৃষক গ্রেপ্তার হয়েছেন। মজুরি বৃদ্ধি-সহ নানা দাবিতে গত মাসের শুরু থেকে রাজধানী লিমার প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে একটি সড়কের অংশবিশেষ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান কৃষকেরা।

আরও পড়ুনঃ নাটকীয় মোড় মার্কিন রাজনীতিতে! ১১ জন রিপাবলিকান সিনেটর ট্রাম্পের পক্ষে

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়ছে পুলিশ।

কৃষকদের উত্তেজনা প্রশমন করতে, প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্টি প্রতিশ্রুতি দেন, বিক্ষোভকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা যাঁরা অমান্য করেছেন পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সংকট সমাধানে তিনি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, কংগ্রেসের পাস করা বিল কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here