সারের ওপর নতুন করে জিএসটি বৃদ্ধিতে চিন্তিত মুর্শিদাবাদের কৃষকরা

0
48

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ  

গ্যাসের দাম একেবারে লাগামছাড়া সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা করে। তার সঙ্গে পাল্লা দিয়ে প্যাকেট জাত দ্রব্যের উপর ৫ শতাংশ জিএসটি বাড়ছে। এর জেরেই মাথায় হাত পড়ে গিয়েছে মধ্যবিত্তের। বাংলার হেঁসেলে কার্যত আগুন লাগার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এই নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দুধ, দই, শোয়াবিন, তেল প্রভৃতি দ্রব্যের দাম বাড়ায় আরও বেশি চিন্তিত সাধারণ মানুষ। সারের উপর নতুন করে জিএসটি বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে মুর্শিদাবাদের কৃষকরা।

নিজস্ব চিত্র

গম, আটা, বাদাম-সোয়া-পাম-সূর্যমুখীর মতো ভোজ্য তেল, বনস্পতি, দুধ, এমনকি নুনের দামও বেড়েছে ।  কেন্দ্রীয় সরকারকে নীতিহীন সরকার বলে তোপ ডেকেছে বামপন্থী সংগঠনগুলো। ২১ জুলাই-এর মঞ্চ থেকে জিএসটি-র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ব্যবসায়ীদের অনেকেই বলছেন ক্রমশ কমছে বেচাকেনা, সংসার চালাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here