অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় মুর্শিদাবাদের কৃষকেরা

0
52

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মাঠে এখন পাকা রাই শস্য, আলু তুলতে শুরু করেছে কৃষকেরা। এর মধ্যে অকাল বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতির মুখ দেখছেন মুর্শিদাবাদের কৃষকেরা, কার্যত মাথায় হাত চাষীদের। শুক্রবার ভোর থেকে মুর্শিদাবাদ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। এর ফলে কৃষকরা ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষত আলু, শস্য, বাজরা এবং শাক সব্জির ক্ষেত্রে ক্ষতির পরিমান সবথেকে বেশি।

Crops
ক্ষতিগ্রস্ত রাইয়ের ক্ষেত। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের কান্দীর অন্তর্গত জীবন্তির বাসিন্দা মিলন সেখ বলেন যে, “আজকেই এক বিঘা জমিতে রাই কাটার দিন ছিল। কিন্ত হঠাৎ বৃষ্টির ফলে সেটা আর কাটা সম্ভব হলো না। এতে রাইশস্যের অনেক ক্ষতি হবে, শুধু তাই নয় আলুর জমিতে জল জমে থাকায় আলুরও প্রচন্ড ক্ষতি হবে।”

জল জমেছে আলু জমিতেও। নিজস্ব চিত্র

এ বিষয়ে কান্দির অন্তর্গত গোকর্ণের কৃষক মোহন জানান, “এভাবে বৃষ্টি হলে আলু, বাজরা, শস্যের যা ক্ষতি হবে সরকার যদি ভর্তুকি কিংবা সাহায্য করে তবে কিছুটা উপকৃত হব।”

আরও পড়ুনঃ নিকাশি ব্যবস্থা না থাকার কারনে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান জলমগ্ন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here