সুদীপ পাল,বর্ধমানঃ
আমন চাষের সময় গোটা বর্ধমান জুড়ে জলের হাহাকার পড়ে গিয়েছিল।চাষিরা এখন চিন্তা করছেন সামনেই আলু চাষ এবং বোরো চাষে কি করে জলের যোগান মেটাবেন। সরকারি হিসেব অনুযায়ী এ জেলায় ৭০ হাজারেরও বেশি হেক্টর জমিতে আলু চাষ হয়। এই জমির মধ্যে প্রায় কুড়ি হাজার হেক্টর জমি আলু চাষের জন্য ডিভিসির জলের ওপর নির্ভর করে সম্পূর্ণভাবে।যেহেতু আমন চাষের সময় ডিভিসি জল ব্যাপকভাবে নেওয়া হয়েছিল তাই এই এলাকাগুলিতে কি করে আলু চাষ হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন সবাই।
শুধু আলু চাষ নয় বর্ধমানের কৃষকদের সাথে কথা বলে জানা গেল অনেকেই মনে করছেন এবারে বোরো এলাকারও চাষ কমে যাবে।বোরো চাষের জন্য ডিভিসির ওপর নির্ভর করে প্রায় ৭৮ হাজার হেক্টর জমি। যেহেতু ডিভিসির পক্ষে এত জল দেওয়া কোন ভাবেই সম্ভব নয় তাই এই জমিতে চাষ হবে না বলেই মনে করছেন সবাই।চাষিরা বলছেন এমনিতেই আলু চাষের বিপুল খরচ লাভ প্রায় থাকেই না।তার উপরে যদি জল না পাওয়া যায় এবং সারের দাম বৃদ্ধি হয় তাহলে অনেকেই আলু চাষের প্রতি বিমুখতা দেখাবেন।আলু চাষের প্রতি যে চাষীদের আগ্রহ কমছে তার স্পষ্ট রূপ দেখা যাচ্ছে এ বছরে আলুর বন্ড এর দাম অন্যান্য বছরের থেকে অনেকটাই কম। সাধারণভাবে যেখানে সাড়ে ৪০০ টাকার উপরে আলুর বন্ধের দাম থাকে সেখানে এবারে দর দুশো টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে জলের অভাবে যাতে চাষ বন্ধ না হয় সে জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যায় বিধায়কদের বলা হচ্ছে সেই ভুক্ত নয় এই এলাকাগুলিকে সাবমার্সিবল দেওয়ার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584