নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শস্যবীমার টাকা না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় কৃষকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের অমলাশোল এলাকায়।
জানা যায়, সোমবার গড়বেতা ৩নং ব্লকের শোলাগ্যেড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে তালা চাবি লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল কৃষকরা।
কৃষকদের দাবি, দীর্ঘদিন হলো কোন শস্য বীমার টাকা মেলেনি তাই শস্যবীমা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে প্রশাসনকে এই দাবিতে গড়বেতা চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ শুরু করল তারা।
আরও পড়ুনঃ বিচিত্র সাইকেল বানিয়ে তাক লাগালেন চোপড়ার সিবেল মিনজ
চাষীদের দাবি অবিলম্বে উর্ধতন কর্তৃপক্ষ এসে আশ্বাস না দিলে অবরোধ উঠবে না অবশেষে আধিকারিকের আশ্বাসে অবরোধ ওঠে।
জানা যায়, প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে রাজ্য সড়ক অবরোধ। এবিষয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির আধিকারিক জানান, বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এবিষয়ে কোন কর্ণপাত করেন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584