নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তমলুক ব্লকের চাষীরা সেচের জলের দাবিতে প্রায় একঘন্টা তমলুক-পাঁশকুড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ: প্রদর্শন করে। জানা গেছে, এই ব্লকের পায়রাটুঙ্গি খালের উপর চাষিরা নির্ভরশীল। গত আমন চাষে অতিবৃষ্টি এবং ঐ খাল পরিষ্কার না থাকার ফলে চাষীরা একেবারেই ধান পাননি। পান, ফুলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে।
বোরো ধান চাষ শুরু হয়েছে কিন্তু পূর্ণিমা কটাল চলে গেলেও জল ছাড়া হয়নি। মানিকতলায় রাস্তার কাজের নামে হঠাৎ করে খাল ঘিরে দেওয়ায় একটুও জল আসছে না। চাষীদের অভিযোগ “মাঠে ধান শুকিয়ে নষ্ট হচ্ছে। আমন ধান নষ্ট হয়েছে।
আরও পড়ুনঃ ৫৬ হাজার গাড়ির কয়েক কোটি টাকার রাজস্ব বাকি পূর্ব বর্ধমানে
বোরো ধান শুকিয়ে গেলে খাব কি? তাই অবরোধ করে প্রশাসনকে জল ছাড়ার দাবী জানাচ্ছি।” দীর্ঘদিন এই খালটি পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় একটু বৃষ্টিতেই মাঠের জল বেরোয় না।জোয়ারের জল আসছে না।
আবার বারবার বি ডি ও,সেচ দপ্তরে জানানো হলেও কাজ হয় নি।ফলে চাষের ভীষণ ক্ষতি হচ্ছে। চাষীদের না জানিয়ে হঠাৎ করে খাল বাধার ফলে চাষের জমিতে জল আসছে না। ধান নষ্ট হচ্ছে।
আজ সকালেই শ্রীরামপুর বাস স্টপেজের কাছে কয়েকটি গ্রামের দুই শতাধিক চাষি রাজ্য সড়ক অবরোধ করে। বিক্ষোভ দেখায় পরে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত অফিস থেকে আধিকারিকরা এসে প্রতিশ্রুতি দেন আগামী বৃহস্পতিবার এর মধ্যে জল ছেড়ে দেওয়া হবে এবং খাল সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি সভার আয়োজন করা হবে। চাষীদের দাবি জল ঠিকঠাক না এলে আগামীদিনে জোরালো প্রতিবাদ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584