নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরের সম্মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে কৃষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।
তার আগে মেদিনীপুর স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। এআইকেকেএমএস এর আহ্বানে বৃহস্পতিবার সারা ভারত কৃষক সংহতি দিবস পালন করা হয়, কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন প্রতিরোধে, দিল্লি চলো অভিযানে লক্ষ সংগ্রামী কৃষকের আন্দোলনের সমর্থনে। উল্লেখ্য, বৃহস্পতিবার সংগ্রামী কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ নয় দফা দাবিতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ভারতীয় যুব মোর্চার
এআইকেকেএমএস এর উদ্যোগে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ অবরোধ হয়। জেলার নারায়নগড়, কেশিয়াড়ি, দাঁতন-২, সবং, পিংলা প্রভৃতি ব্লকেও এই কর্মসূচি পালিত হয়। জেলা শাসক দফতরের সম্মুখে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এআইকেকেএমএস এর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা,অহীন পাত্র,বঙ্কিম মুর্মু প্রমুখ। প্রধানমন্ত্রীর কুশপুতুলে অগ্নিসংযোগ করেন এআইকেকেএমএস এর জেলা অফিস সম্পাদক স্বদেশ পড়িয়া।
আরও পড়ুনঃ দিনহাটায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের
প্রভঞ্জনবাবু জানান কৃষকদের উপর বিজেপি সরকার অত্যাচার চালাচ্ছে। ইতিমধ্যেই ৫ জন কৃষক মৃত্যু বরণ করেছেন। প্রাণ দিয়ে শত অত্যাচার কে উপেক্ষা করে ঐতিহাসিক লড়াই লড়ছেন কৃষকগণ। সর্বনাশা কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলবে বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584