অত্যাধুনিক রেনগার্ডের সুফলে উচ্ছ্বসিত কৃষক

0
57

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Farmers excited by rainguard
নিজস্ব চিত্র

আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষিকাজে এসেছে বৈপ্লবিক পরিবির্তন।সঙ্গে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্র ব্যবহার করলে রাজ্য সরকার কৃষকদের ভর্তুকি দিচ্ছে।এর সুফল পাচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা গোয়ালতোড়ের চাষীরাও।ভর্তুকির পরিমাণ বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে বিভিন্নরকম। গড়বেতার অন্তর্গত ময়রাকাটার চাষী দেবাশিষ ঘোষ সরকারী সহযোগিতায় রেনগার্ড নামে এক মেশিন নিয়েছেন আলু চাষে জমিতে জল সেচ করার জন্য।তিনি তার আলু জমিতে ওই মেশিন বাবহার করছেন এবং কাজের ক্ষেত্রেও খুব সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন।তিনি জানালেন, ” মেশিনের মাধ্যমে আলু গাছে জল দিয়ে অল্প সময়ে অনেক বেশী কাজ হয় ।এই মেশিনের মাধ্যমে একদিনে ৭ -৮ বিঘা জমিতে জল দিতে পারছি।”

Farmers excited by rainguard
নিজস্ব চিত্র

আরও পড়ুন: চন্দ্রোকোনায় ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here