ভারত-বাংলাদেশ সীমান্তের গেট খোলার দাবিতে বিক্ষোভ কৃষকদের

0
36

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা মোকাবিলায় সারাদেশে চলছে লকডাউন। আর সেই লকডাউনের কারণে মানুষ প্রায় দিশেহারা। সেই আবহে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেট বন্ধ রয়েছে।

তা নিয়ে বারবার স্থানীয় বিধায়ক বৈঠক করার পরেও সেই সীমান্ত এলাকায় গেট এখন বন্ধ। কৃষি জমিগুলিতে ধান চাষ করেছে স্থানীয় চাষিরা। সেই ধান সব পাকার পরে সেই ধান মাটিতে পড়ে যাচ্ছে।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

সীমান্তের গেটে তালা থাকায় তারা ধান কাটতে যেতে পারছে না। তাই বাধ্য হয়ে সীমান্ত গেটের ওপারে ভারত ভু-খন্ডের চাষবাসকারি কৃষকরা কোচবিহার রাজ্য সড়কের অশোক বাড়িতে এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায়।

ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, আইসি প্রদীপ সরকার সহ বিশাল পুলিশবাহিনী। আন্দোলনকারী কৃষকদের সাথে কথা বলেন তিনি। তাদের আশ্বাস দেন আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই কাঁটাতারের গেট খুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে বিজেপি থেকে তৃণমূলে ৫০ জন কর্মী

অবরোধকারী এক কৃষক জানান, ‘বর্তমানে মাথাভাঙায় চেনাকাটা বিওপি এলাকায় গেট বন্ধ থাকায় ভারতীয় ভূখণ্ডে থাকা কৃষকদের জমিতে উৎপাদিত ফসল আনা যাচ্ছে না। বীজতলার কাজ করা যাচ্ছে না, কারণ গেট বন্ধ। আমরা সেখান থেকে ফসল তোলার জন্য বারবার আবেদন করেছি। কিন্তু সেখানকার রক্ষীরা আমাদের জমিতে ধান কাটতে যেতে দিচ্ছে না।

বহুবার বিভিন্ন জায়গায় দরবার করলেও গেট খোলা হচ্ছে না।’এর আগে এলাকার বিধায়ক হিতেন বর্মন, প্রধান সম্পা রায় চৌধুরী, অমল রায় সহ বিভিন্ন ব্যক্তিরা বিএসএফের সাথে আলোচনা করেন।

তাতেও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে কাঁটাতারের বেড়ার ওপরে থাকা জমির মালিকরা বা কৃষকরা বাধ্য হয়ে গেট খোলার দাবিতে কোচবিহার রাজ্য সড়কে অশোক বাড়িতে অবরোধ করে। পরে পুলিশের আশ্বাস পেয়ে ২ ঘন্টা পর পথ অবরোধ উঠে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here