টানা ১৫ মাস পর আন্দোলন থেকে ফিরে যাওয়ার ঘোষণা দিল কিষান মোর্চার নেতারা

0
82

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

গতবছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার বহুল বির্তকিত তিন কৃষি আইন পাশ করেন। তারপর থেকেই দেশের কৃষি সমাজ প্রতিবাদে ফেটে উঠেন। চারিদিক থেকে লাখ লাখ কৃষক রাস্তায় নেমে আসেন। লংমার্চ করে দিল্লি সীমান্তে সিংঘু ও টি করিতে অবস্থান করেন হাজার হাজার কৃষক। দীর্ঘ সময় ধরে টানা আন্দোলন চালায় তারা। তাদেরকে আন্দোলন থেকে পিছু হটাতে নানা কৌশল অবলম্বন করেন কেন্দ্রীয় সরকার। চলে তাদের উপর নানা অত্যাচার। শেষ পর্যন্ত কৃষকদের নাছোড় মনোভাবের কাছে একপ্রকার চাপে হঠাৎ গুরু নানকের জন্ম জয়ন্তীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন এই আইন প্রত্যাহারের কথা।

Farmers protest

এই ঘোষণার পর কৃষক নেতারা বলেন মৌখিক প্রস্তাবে আন্দোলন ছেড়ে যাবে না তারা। অবশেষে মন্ত্রীসভা থেকে শুরু করে লোকসভা পর্যন্ত এই আইন লিখিতভাবে প্রত্যাহার করা হয়। তারপরও কৃষকরা ছ’দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে যেতে থাকে। নরেন্দ্র মোদী স্বয়ং তাদের আন্দোলন থেকে ফিরে যেতে অনুরোধ করেন তবুও চিঁড়ে ভিজেনি। ময়দানে নামেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ফোনে কৃষকদের সাথে কথা বলে তাদের দাবি নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় আশানুরূপ ফল না মিললেও, অমিত শাহ বারবার অনুরোধ করেন আন্দোলন থেকে ফিরে যাওয়ার জন্য। অবশেষে চমক জাগিয়ে আজ টানা ১৫ মাস আন্দোলন চালিয়ে যাওয়ার পর আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার কথা জানালেন কৃষক মোর্চার নেতারা।

এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করা হলে, তারা জানান তাদের ৬ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি মাত্র দাবি মেনে নেওয়ার কথা বলেন। আর সমস্ত দাবি গুলো খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরির আশ্বাস দেন। কেন্দ্রের সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আন্দোলন থেকে ফিরে যাওয়ার ঘোষণা করেন কৃষক নেতারা। গতকাল সিংঘু সীমান্তে বসে কৃষকরা কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ দেশে ‘চরম অসাম্য’ বিরাজ করছে মোদী জমানায়! এমনই চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

তবে তারা ঘরে ফেরা শুরু করবে আগামী ১১ ই ডিসেম্বর থেকে। তার আগে ১১ ই ডিসেম্বর সিংঘু ও টিকরি সীমান্তে সকাল ৯ টায় তারা দুটো বিজয় মিছিল করবেন। তারপর ১৩ ডিসেম্বর অমৃতসর স্বর্ণ মন্দিরে গিয়ে তারা প্রার্থনা করবেন। এছাড়াও কৃষক মোর্চার নেতারা জানান চলতি মাসের ১৫ তারিখ পরবর্তী পদক্ষেপ কি হবে এটা নিয়ে আলোচনায় বসবেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here