নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রবিবার ২৪ দিনে পা দিল দিল্লি সীমানায় কৃষক আন্দোলন। শুক্রবার তাঁদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। চিঠির পালটা উত্তরও দিলেন কৃষকরা। তাঁদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ নিয়ে বারবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী-সহ প্রায় সব বিজেপি নেতা। সেই অভিযোগ নস্যাৎ করে, কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন আন্দোলনরত কৃষকরা।
শনিবার রাতে সরকারকে একটি চিঠিতে আন্দোলনকারীরা লিখেছেন, সরকার যদি তাঁদের দাবিগুলি খতিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই আন্দোলনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। বারবার প্রধানমন্ত্রীও এই অভিযোগ করেছেন। কিন্তু তাঁদের আন্দোলন একেবারেই তাঁদের নিজস্ব, তার সঙ্গে রাজনৈতিক দলের কোনও যোগাযোগ নেই।
আরও পড়ুনঃ অযোধ্যায় বিকল্প জমিতে প্রস্তাবিত মসজিদ-হাসপাতালের নক্সা প্রকাশ
কৃষকদের আরও অভিযোগ, কৃষিমন্ত্রীর লেখা চিঠির সঙ্গে আসল আইনের কোনও মিলই নেই। সরকারের চিঠিতে দাবি করা হয়ছিল, এই আইন কার্যকর হলে কৃষকদের জমি কেউ কেড়ে নেবে না। অথচ চুক্তি-২০২০ উল্টো কথা বলছে।
আরও পড়ুনঃ কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানী, হঠাৎ গুরুদ্বারে পৌঁছে মাথা নত মোদীর
হিন্দিতে লেখা আট পাতার ওই চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর উল্লেখ করেছেন যে, কৃষিমন্ত্রী হিসেবে তাঁর উচিত প্রতিটি কৃষকের ভুল ধারণা ভেঙে দেওয়া। তাই কেন্দ্র ও কৃষকদের মধ্যে বিভাজনের দেওয়াল তৈরি করার যে ষড়যন্ত্র চলছে তা প্রকাশ্যে আনা তাঁর কর্তব্য।
কিছু মানুষ নতুন আইন নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে। কৃষকদের উত্তেজিত করার জন্য এমএসপি থাকবে না বলে প্রচার করছে। কিন্তু, এই খবর ভিত্তিহীন। কোনওভাবেই এই ধরনের গুজবে যেন কৃষকরা কান না দেন, কারণ কেন্দ্রীয় সরকার এবিষয়ে লিখিত আকারে প্রতিশ্রুতি দিতেও রাজি আছে। এই চিঠিরই পালটা চিঠি দিলেন কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584