নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ধারাবাহিকভাবে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল দাম। মাথায় হাত রাজ্যের জনসাধারণের। লাগাম ছাড়া তেলের দাম বাড়ায় পরিবহণ খরচও বাড়ছে।
পাশাপাশি হুহু করে বাড়ছে কৃষিক্ষেত্রে চাষবাসের খরচও। এই অবস্থায় তেলের খরচ আর বহন করতে পারছিলেন না ডোমকলের রঘুনাথপুরের এক বাসিন্দা। কৃষিকাজের সুবিধার্থে বিস্ময়কর আবিষ্কার করলেন তিনি। এই ব্যক্তির নাম আব্দুল গনি, পেশায় তিনি একজন কৃষক।
যদিও তিনি মাঝে মধ্যে সময় পেলেই মেকানিকের কাজ করেন। গ্যাস চালিত ট্রাক্টর আবিষ্কার করে নজির গড়লেন আব্দুল গনি।
বর্তমানে এখন, ১ বিঘা জমি চাষ করতে খরচ হয় ১৫০ টাকা। সেখানে গ্যাস চালিত ট্রাক্টরের সাহায্যে ১ বিঘা জমি চাষ করতে খরচ হবে মাত্র ৪০ টাকা। তাই স্বাভাবিকভাবেই এই মেশিন কৃষকদের উন্নতির দিশা দেখাবে বলে মনে করেন আবিষ্কারক আব্দুল গনি।
আরও পড়ুনঃ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপ-প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডোমকলে
তিনি আরো বলেন যে, সরকারি সুযোগ সুবিধা পেলে আরো ভালো কিছু করতে পারবো। এলাকার কৃষকরা খুবই খুশি এই গ্যাস চালিত ট্রাক্টর পেয়ে, স্বল্প মূল্যে চাষের কাজ হচ্ছে এবং অল্প জায়গায় দিয়েও জমিতে নিয়ে যাওয়া যাচ্ছে এই গ্যাস চালিত ট্রাক্টরটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584