নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সহায়ক মূল্যে ধান কেনা সহ একাধিক দাবীতে বিক্ষোভ, ডেপুটেশন ও মিছিল সংগঠিত করল সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠন ( এ আই কে কে এম এস) ।শুক্রবার সংগঠনের নারায়ণগড় ব্লক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বেলদা কেশিয়াড়ী মোড়ে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের কাছে এসে শেষ হয় একটি পথসভার মধ্য দিয়ে।এদিন ধান নিয়ে চাষীরা মিছিলে হাঁটেন।
পথসভায় সার , কীটনাশক প্রভৃতি কৃষি উপকরণ সহ কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের নানান নীতির বিরোধিতা করেন।অবিলম্বে অঞ্চলের সমবায় সমিতিগুলিকে কাজে লাগিয়ে সহায়ক মূল্যে ধান কেনা,কৃষকদের ক্ষতিপূরণের দাবী জানানো হয়।সাথে সাথে কৃষক আত্মহত্যার প্রতিবাদ জানানো হয়। এদিন নারায়ণগড় ব্লক অফিসে সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক সিংহ মহাপাত্র- র নিকট দাবী সম্বলিত দাবীপত্র পেশ করা হয় সংগঠনের পক্ষ থেকে । ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বদেশ পড়িয়া,অহীন্দ্রনাথ পাত্র,মৃণালকান্তি জানা, শচীন মাইতি সহ প্রমুখ।
আরও পড়ুন: বিজেপি দফতরের সামনে দলীয় কর্মীদের অনশন,দাবী না মানলে আত্মহত্যার হুমকি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584