ফোয়ারার জলে কৃষিকাজ

0
65

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

Farming of fountain water
নিজস্ব চিত্র

চা বাগানের মত করেই এবার থেকে ফোয়ারার মাধ্যমে জমিতে সেচের জল পাবে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা।আর তা হবে এবার থেকে প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনার মাধ্যমে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোল গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামে এমনই একটি কৃষিজমিতে দেখা গেল প্রধানমন্ত্রী কৃষি যোজনা প্রকল্পে কেমন করে ফোয়ারার মাধ্যমে জমিতে জল দিয়ে কৃষকরা কৃষি কাজ করবে।সে ব্যাপারে জেলা কৃষি আধিকারিক ও ব্লক কৃষি আধিকারিক এলাকার কৃষকদের নিয়ে একটি হাতে-কলমে প্রশিক্ষণ দিতে দেখা যায়। এদিকে ফোয়ারার মাধ্যমে কেমন করে এই চাষাবাদ করতে হবে এমন পদ্ধতি শিখে এখন ভীষণ খুশি হয়ে কৃষকরা জানান, বছরের বিভিন্ন সময় চাষাবাদ করতে তাদের ভীষণ অসুবিধা দেখা দিত।ঠিকঠাক ভাবে সেচের সুবিধা না পাওয়ার জন্য।কিন্তু এবার থেকে আর এই সমস্যা থাকবে না বলেই তাদের মনে হচ্ছে। প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনার মাধ্যমে ফোয়ারার মাধ্যমে জল চলে যাবে জমিতে প্রত্যেকটি কোনায় কোনায় যা সাধারণত চা বাগানে এতদিন দেখে আসছি।উত্তর দিনাজপুর জেলার উপ-কৃষি অধিকর্তা মীর ফারহাদ হোসেন এক প্রশ্নের উত্তরে বলেন উত্তর দিনাজপুর জেলার কোথাও এখনো এই সেচ প্রকল্প চালু করা হয়নি।আমরা কৃষি দপ্তর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক থেকেই এই প্রধান মন্ত্রী কৃষি সিচায় যোজনার কাজ শুরু করবো।কৃষি মেলায় কৃষকদের জানানোর উদ্দেশ্যই একটি জমিতে এই প্রকল্পের মাধ্যমে কিভাবে সেচ দেওয়া যাবে তা হাতে কলমে দেখিয়ে দেওয়া হল।কালিয়াগঞ্জ ব্লকের কৃষি দপ্তরের সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন এই প্রধান মন্ত্রী কৃষি সিচাই যোজনার সুবিধা নিতে গেলে অধিক কোন রকম খরচ হবেনা।কৃষকদের নিজস্ব জমি থাকতে হবে।সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলেন তারা কৃষকদের সাথে ইতিমধ্যেই এ ব্যাপারে এক প্রস্ত আলোচনা করে ছেন বলে জানান।কৃষকরা জলসেচের এই নুতন পদ্বতি দেখে বিশ্ন খুশি বলে জানা যায়।

আরও পড়ুন: ভোটকর্মীদের নিরাপত্তার দাবী,এড়িয়ে গেলেন আধিকারিক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here