রক্ষণাবেক্ষণের অভাবেই ভেঙে পড়ল ফাঁসিদেওয়ায় সেতু

0
60

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

মাঝেরহাটের পর এবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় ভেঙে পড়ল ব্রিজ।যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।এরপর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এদিন সকালে যখন
ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় পিছলা নদীর সেতুর উপর দিয়ে একটি মালবাহী গাড়ি যাচ্ছিল ঠিক তখনই সেতুটি ভেঙে যায় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

নিজস্ব চিত্র

এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই গাড়ির চালক ও সহকারী চালককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এবং তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।এই সেতু ভেঙে পড়ার ফলে বিপাকে পড়েছেন চারটি গ্রামের বাসিন্দারা।প্রায় কয়েক হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ যে মাঝেরহাটের মতো এই সেতুটিরও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হত না। এবং বহুবার প্রশাসনকে জানানো হয়েছে তা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়নি।যার কারণে সেতুটি ভেঙে পড়েছে।অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও প্রনয় কুমার মজুমদার,ফাঁসিদেওয়া থানার ওসি সঞ্জয় দাস। এর পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পর্যটনমন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,এসডিও সিরাজ দানেশ্বরের সহ সরকারি আধিকারিকরা।এই দুর্ঘটনার প্রসঙ্গে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন যে এই সেতুটি প্রায় অনেকদিন আগে তৈরি হয়েছে এবং সেটি দেখার দায়িত্ব মহকুমা পরিষদের।তবে এই সেতুটি ভঙ্গদশার কথা মহকুমা পরিষদের সদস্য আইনুল হক ২০১৬ সাল থেকে মহকুমায় এই কথা তুলেছেন।তাসত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি মহকুমা পরিষদ।এর পাশাপাশি নিকরগজেও একটি সেতু বিপদজনক অবস্থায় রয়েছে।যেহেতু মহকুমা পরিষদ সিপিএমের দখলে রয়েছে মহকুমা পরিষদ।এর জন্যই কোন পদক্ষেপ নেয়নি। এবং যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য পাশেই একটি বাঁশেরসাঁকো তৈরি করা হবে।এতে কিছুটা হলেও সুবিধা হবে সাধারণ মানুষের।

নিজস্ব চিত্র

অন্যদিকে বিজেপির দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ রাই চৌধুরী অভিযোগ করেন যে কেন্দ্র টাকা দিলেও সেই টাকা অন্য কাজে লাগিয়ে দিচ্ছে। এবং অনেকদিন ধরে কোন সাড়াই করা হয়নি।এবং বহুবার রাজ্যের পিডব্লিউডির মন্ত্রী অরূপ বিশ্বাস দার্জিলিং জেলায় এসেছেন রাজনৈতিক কর্মসূচিতে।তবে কি মন্ত্রীর একবারও নজরে আসেনি সেতুগুলির দিকে।যার কারনেই এই দশা।তাই ইতিমধ্যে পদত্যাগ করা উচিত মন্ত্রী অরূপ বিশ্বাসের। অন্যদিকে এই ঘটনায় তদন্তে আসেন ফরেন্সিক আধিকারিক এবং বেশ কিছু ছবি ও তথ্য সংগ্রহ করে নিয়ে যান।প্রসঙ্গত এর আগে ১১ অগাস্ট শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা এলাকায় ৩১ডি জাতীয় সড়কের উপর ভেঙে পড়েছিল একটি নির্মীয়মাণ উড়ালপুল।

আরও পড়ুনঃ কোলকাতার পর ফাঁসিদেওয়ায় ভেঙে পড়লো ব্রিজ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here