মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের

0
96

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে শনিবার ভোররাতে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, তাতে উত্তর দিনাজপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের সেখানে এক হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত শ্রমিকের নাম আকবর আলি (২২)।

accident | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি হেমতাবাদ ব্লকের রামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশিরা মৃত শ্রমিকের বাড়িতে ভিড় করছেন। এদিন সকালে হেমতাবাদ থানার পুলিশ গ্রামে গিয়ে ওই পরিবারকে মৃত্যু সংবাদ পৌঁছে দেয়। একই দূর্ঘটনায় হেমতাবাদের ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কের মধ্যে ডায়েরিয়ার প্রকোপ, আক্রান্ত ২০০

জানা গেছে, মৃত শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। লকডাউনের মধ্যে ট্রাকে চেপে হেমতাবাদে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। জানা গেছে, ওই দুর্ঘটনায় আকবর আলি সহ ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৩টে নাগাদ পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজস্থান থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে অন্য আরেকটি ট্রাককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here