নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর বেলা শিবমন্দির এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে দুজনকে আটক করা হয়। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার।
এরপর তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ওয়েস্ট চিন্ময় মিত্তাল এবং মাটিগাড়া থানার ওসি সুবোল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন যে, গোপন সূত্রের খবর পেয়ে শিবমন্দির এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।
এবং সেখানে একজন ব্যক্তি ও এক মহিলাকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে দুজনে সম্পর্কে বাবা ও মেয়ে। ধৃতদের নাম মহেশ মালি ও অলোকা বেগম। দুজনেই মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা। এবং ধৃতদের কাছ থেকে ৯০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ পিকআপ ভ্যান উল্টে দুর্ঘটনা ঝাড়গ্রামে
যার অনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এর পাশাপাশি পুলিশ কর্তারা আরও বলেন যে উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584