চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ধৃত পিতা-পুত্র

0
310

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

father and son arrested on fake job offer
ধৃত পিতা-পুত্র।নিজস্ব চিত্র

সরকারী চাকরী দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাবা ছেলে।লক্ষ লক্ষ টাকা নিয়ে সুন্দরবন পুলিশের জালে দুই প্রতারক তরুন প্রধান ও তার ছেলে অনিরুদ্ধ প্রধান।এদের বাড়ি নামখানা ব্লকের নামখানা বিডিও অফিস এলাকায়।

father and son arrested on fake job offer
অভিযুক্তদের দেওয়ার ভুয়ো নিয়োগপত্র।নিজস্ব চিত্র

তরুন প্রধানের ছেলে অনিরুদ্ধ প্রধান কেন্দ্রীয় সরকারের রেলে চাকুরি করেন।রেলের উচ্চপদস্থ অাধিকারিকদের সঙ্গে যোগাযোগ রয়েছে,তাদের সহযোগিতায় চাকরি করে দেবে বলে ২০১৫ সালে নামখানা,কাকদ্বীপ,মন্দির বাজার,পাথরপ্রতিমা,ডায়মন্ড হারবারে বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরি দেবে বলে টাকা তোলেন।

আরও পড়ুনঃ সিনেমায় চান্স দেওয়ার নামে প্রতারণা,ধৃত এক

এমনকি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রেল ব্যাঙ্ক পোস্ট অফিস সহ আরও অন্যন্য দপ্তরের ভুয়ো নিয়োগপত্র দেন বলেও অভিযোগ।এমনকি ডাক্তারি পরীক্ষার ব্যবস্থাও করেন।যারা ফলে প্রতারকদের প্রতিশ্রুতিতে প্রতারিতরা বিশ্বাসী হয়ে ওঠে।বিশ্বাসের সুযোগ নিয়ে সাত থেকে আট জনের কাছ থেকে দশ লক্ষ থেকে সতেরো লক্ষ পর্যন্ত টাকা তোলে অভিযুক্তরা।

father and son arrested on fake job offer
প্রতারিত জয়শ্রী প্রধান।নিজস্ব চিত্র

তাদের দেওয়া নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে প্রতারিতরা জানতে পারে তারা প্রতারিত হয়েছে।প্রতারিত অভিযোগকারীরা এরপর টাকা চাইতে গেলে আজ নয় কাল,কাল নয় পরশু করতে থাকে,টাকা ফেরতের জন্য। নামখানা থানার শিবনগরের বাসিন্দা অক্ষয় কুমার মন্ডল, ছেলের রেলের চাকরি হবে বলে দশ লক্ষ টাকা দেন ২০১৫ সালে।

father and son arrested on fake job offer
দেবাশীষ মন্ডল,আইনজীবী।নিজস্ব চিত্র
father and son arrested on fake job offer
নিজস্ব চিত্র

ডাক্তারি পরীক্ষা হয় কলকাতাতে।পরে নিয়োগপত্র দেওয়া হয়।ছেলে চাকরি পয়েছে বলে নামখানা ও কাকদ্বীপ স্টেশান মাস্টারকে নিয়োগপত্র তিনি জানতে পারেন এটা ভুয়ো।প্রতারিত অক্ষয় কুমার মন্ডল নামখানা থানায় অভিযোগ করেন।

father and son arrested on fake job offer
পার্থ সারথি বৈদ্য।নিজস্ব চিত্র

তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে বাবা তরুন প্রধান ও ছেলে অনিরুদ্ধ প্রধানকে।অন্য দিকে মন্দিরবাজারের বাসিন্দা পার্থ সারথি বৈদ্যর কাছ থেকে সতেরো লক্ষ টাকা নেয় চাকুরির নাম করে।পরে তাকে জেল খাটায় তরুন ও অনিরুদ্ধ।

শেষমেশ পুলিশের জালে ধরা পরেন।একাধিক থানায় অপরাধ মূলক কাজের অভিযোগ আছে দুজনের নামে।নামখানার শিবনগরের বাসিন্দা অক্ষয় কুমার মন্ডলের অভিযোগে ধরা পরেন ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৪২০,৪০৬,৪০৯,৫০৬ মামলা রুজু করে পুলিশ।কাকদ্বীপ বিচারক দুজনকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।সুন্দরবনে একাধিক জায়গাতে গজিয়ে উঠছে প্রতারকদের অাস্তানা।ঘটনার অবসান চাইছে প্রতারিতরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here