সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

নয়ানজুলিতে পরে একই পরিবারের দুজনের মৃত্যু।বাবা ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।মৃত পরিতোষ মন্ডল (৫৫) ছেলে পূর্নেন্দু মন্ঠল (২২)। বাড়ি ফলতা থানার রামরামপুর গ্রামে।ঘটনাটি ঘটেছে ফলতা থানার চারুয়ালি গ্রামপঞ্চায়েতের দুর্বাহাট এলাকায়।

অভিযোগ দুর্বাহাট স্রুতি খালে ক্যালবাটে বসে ছিলেন পরিতোষ মন্ডল। সেখানে পরে যায় পরিতোষ।এলাকাবাসিরা চিৎকার শুনে ছুটে আসে।ততক্ষনে জলে ডুবে যায় পরিতোষ মন্ডল।আধঘন্টা পর ছেলে এসে ঘটনাস্থলে নয়ানজুলিতে নামে।সেখানেই তলিয়ে যায় ছেলে পূর্নেন্দুও।

আরও পড়ুনঃ জমি পাহারারত অবস্থায় হাতির হানার মৃত্যু ঝাড়গ্রামে
এরপর স্থানীয়রা যুদ্ধকালিন তৎপরতায় উদ্ধার কাজে নামে।খবর দেওয়া হয় ফলতা থানার পুলিশ সহ দমকল বাহিনীকে। প্রায় দু’ঘন্টা পর উদ্ধার হয় ছেলে পূর্নেন্দুর দেহ পরে তাঁর বাবা পরিতোষের মরদেহ।স্থানীয়দের দাবি দুর্বারহাটে স্রুতি খালে রয়েছে মোল্লা পাড়া ও কুমোড় পাড়া মধ্যে ১০০ মিটার লম্বা ক্যালবাট ।
স্রোত থাকায় এই ঘটনা বলে প্রাথমিক অনুমান।মদ্যপ অবস্থায় ছিল পরিতোষ বাবু ।প্যান্ডেলের কাজ করতেন তিনি।ঘটনার পর উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584