জীবিত অবস্থায় পারলৌকিক কার্যসম্পাদন পিতা পুত্রের

0
69

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ

জীবদ্দশাতেই পারলৌকিক ক্রিয়া সারলেন পিতা ও পুত্র। এমন ঘটনা হয় না বললেই চলে। হ্যাঁ এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার রায় পরিবার ও এলাকাবাসী। এদিন নিয়ম অনুসারে যথারীতি পুরোহিত দিয়ে ষোড়শ দান করে নিজেরাই নিজেদের আদ্য শ্রাদ্ধ সম্পন্ন করলেন পিতা নিমাই রায় ও ছেলে দেবাশিস রায়।

নিজস্ব চিত্র

শুধু শ্রাদ্ধ শান্তিই নয়, ব্রাহ্মণ ভোজন সহ প্রায় ৫০ জন অতিথি আপ্যায়ন করলেন এই রায় পরিবারের অবশিষ্ট দুই সদস্য। এমন ঘটনা জীবিত অবস্থায় করলেন বা কেন  সাধারন মানুষের প্রশ্ন থেকেই যায়।  এই পরিবারে বর্তমানে শুধুমাত্র দুজনই জীবিত রয়েছেন। পিতার মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ করবে ছেলে কিন্ত ছেলের মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ করার কেউ আর নেই।কারন নিমাই রায়ের একমাত্র একটি ছেলে দেবাশিস রায়। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।  তাই তারা পিতা ও পুত্র পরলোকে মুক্তি পেতেই জীবদ্দশাতেই  দুজনেই পারলৌকিক ক্রিয়া সেরে ফেলেন আজ নিয়ম মেনেই ।

নিজস্ব চিত্র

রায়গঞ্জ শহর সংলগ্ন দক্ষিণ গোয়ালপাড়ার বাসিন্দা নিমাই রায় (৭০)এবং  দেবাশিস রায় (৪৫) এই দুজনই পরিবারের সদস্য। বেশ কয়েক বছর আগেই  নিমাইবাবুর স্ত্রী কমলা রায় মারা যান। এক মেয়ে ও এক ছেলে নিয়ে তাদের দিন কাটছিল। মেয়ের বিয়ে হয়ে গেলেও ছেলে দেবাশিস বিয়ে করেননি।
নিমাই বাবুর পরকালের তার শ্রাদ্ধা অনুষ্ঠান পুত্র দেবাশিস করলেও কিন্তু দেবাশিষের পরকালে তার শ্রাদ্ধ অনুষ্ঠানকে করবে তাই ভেবে  দুজনই সিদ্ধান্ত নেন তাঁরা বেঁচে থাকতেই আদ্য শ্রাদ্ধ সম্পন্ন করবেন। সেই ভাবেই এদিন ছেলে তার বাবার শ্রাদ্ধ ও বাবা তাঁর ছেলের শ্রাদ্ধ সম্পূর্ণ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here