বাড়ির বদলে রাস্তায় ছেলের জন্মদিন পালন বাবার

0
41

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বাড়িতে নয়, বাবা তার ছেলের জন্মদিন পালন করলেন রাস্তায়। প্রতি বছরের মতো এবার ছেলের জন্মদিনে বাড়িতে উৎসব হয়নি। জন্মদিন পালিত হলো অন্যভাবে। রাস্তায় চলাচলকারী বিভিন্ন গাড়ির চালকদের পাশাপাশি অন্যান্য শ্রমিকদের তুলে দেওয়া হলো ফল, বিস্কুট, সাবান, জলের বোতল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

Birthday celecbrate | newsfront.co
নিজস্ব চিত্র

গোয়ালপোখরের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই অন্য জন্মদিনকে কেন্দ্র করে শনিবার আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা বিকাশ মোদক প্রতিবারই তার ছেলের জন্মদিনকে কেন্দ্র করে বাড়িতে ছোটখাটো উৎসবের আয়োজন করে থাকেন। এবার করোনা সংক্রমণের জন্য তার আর সে আয়োজন করা হয়ে ওঠেনি। একটু অন্যভাবে তাই এদিন বিকাশ বাবু আর তার ছোট্ট ছেলে বিপ্রজিৎকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চালকদের হাতে তুলে দিলেন খাবার সহ অন্যান্য সরঞ্জাম।

আরও পড়ুনঃ রাস্তায় বাস বে তৈরি করবে রায়গঞ্জ পুরসভা

বিকাশ বাবু বলেন, এভাবে ছেলের জন্মদিন করতে পেরে তিনি রীতিমতো আনন্দিত এবং তৃপ্তিও পেয়েছেন। আর যার জন্মদিন সেই ছোট্ট বিপ্রজিৎ বলছে, তারও খুব ভালো লেগেছে এভাবে জন্মদিন পালন করতে পেরে। করোনা সংক্রমণের জন্য এই ভাবে জন্মদিন পালন করা হচ্ছে, আবার তাতে অনেক মানুষ উপকৃত হচ্ছে তাতে খুশি সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here