হরষিত সিংহ,মালদহঃ
কন্যাদায়ের ঋণের জেরে মানসিক অবসাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল ব্যাক্তি। মালদহের মোথাবাড়ি থানার দামোদরটোলা গ্রামের ঘটনা। মালদা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম দিনেশ মন্ডল(৫৩)। বাড়ি মোথাবাড়ি থানার দামোদরটোলা গ্রামে।তিনি পেশায় কৃষক।

পরিবারে রয়েছে স্ত্রী রেবা মন্ডল সহ দুই ছেলে ও দুই মেয়ে। সামাজিক আনুষ্ঠান করে দ্বিতীয় মেয়ে মামনি মন্ডলের বিয়ে দেন মানিকচক থানা এলাকায়। গত নয় দিন আগে বিয়ে হয় মেয়ের।বিয়েতে একাধিক জায়গা থেকে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ হয়। ঋণের টাকা শোধ করা নিয়ে মেয়ের বিয়ের পর থেকে মানসিক আবসাদে ভুগছিলেন।
আরো পড়ুনঃ ঋণের দায়ে আত্মঘাতী কৃষক
পরিবার সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টার করে। পরিবারের লোকেরা গুরুতর জখম আবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে পাঠায়। কিন্তু শারিরিক আবস্থার আবনতি হতে থাকলে তাকে মালদা মেডিকেলে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584