সুদীপ পাল,বর্ধমানঃ
দিনক্ষণ দেখে পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষ দু’পক্ষই তৈরি বিয়ের জন্য।কিন্তু আচমকা বিনা মেঘে বজ্রপাত।পাত্রের বাবার মৃত্যুর খবর পাওয়া গেল ঠিক বিয়ের আগের মুহূর্তে। কালীপাহাড়ির কুমারডিহার বাসিন্দা নবীন বাউড়ির (৫৯) ছেলে বাপির সঙ্গে কুলটির মিঠানি গ্রামের দীপিকা বাউড়ির বিয়ে।কিন্তু খবর আসে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে রেললাইনে পড়ে রয়েছে নবীনবাবুর দেহ।খবর পাঠানো হয় পাত্রীর বাড়িতেও।
আরও পড়ুন: বিয়ের আগে আত্মঘাতী তরুণী
এরপর কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না দুই পরিবার।বাপি সিদ্ধান্ত নেয় যেহেতু সৎকার করলে তারপর থেকে অশৌচ শুরু হয় সুতরাং সৎকার করার আগে বিয়ে করতে হবে। তাছাড়া নির্দিষ্ট লগ্নে বিয়ে না করলে মেয়ের লগ্নভ্রষ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই বাবার দেহ মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।রাত ১১টার পর বিয়ের যাবতীয় উপাচার শেষ করে নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন বাপি।বিয়ের কাজ মেটার পর বাবার দেহ সৎকার করেন বাপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584