অবসরের টাকায় ভাগ না দেওয়ায় বাবাকে খুন

0
76

ওয়েবডেস্কঃ

অবসরের টাকায় ভাগ না দেওয়ায় বাবাকে খুন হতে হলো।ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রচকোন্ডা এলাকায়।বাবা তাঁর অবসরের পর শেষ সম্বলটুকু না দিতে চাওয়ায় নৃশংসভাবে খুন হতে হলো ২২ বছরের ছেলের হাতে।

ছবি প্রতীকী(সৌজন্যে-India Today)

বনস্থালীপুরমের এসিপি নারায়ন বাবু সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে ২০১৭ সালে কৃষ্ণ বাবু জলবিভাগ দপ্তরের চাকুরী থেকে অবসরের পর লাখ ছয়েক টাকা পান। তার সঙ্গে একটি জমি বিক্রি ক‍রে ১০ লক্ষ টাকা পান।

এই ঘটনার পর তার ছেলে তরুন তার বাবাকে এই টাকা ভাই বোনেদের মধ‍্য ভাগ করে দেওয়ার জন‍্য বলেন। সেই টাকা ভাগ করার পর অতিরিক্ত২ লাখ টাকা নিজের কাছে রেখে দেন তরুন। কিছুদিন পর তরুন আবার টাকার জন‍্য পীড়াপীড়ি করতে থাকে। কৃষ্ণবাবু টাকা দিতে অস্বীকার করলে তরুন তাকে লোহার রড নিয়ে আঘাত করেন বলে অভিযোগ। তিনি সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনায় ছেলে তরুন ও এক মেয়েকে উস্কানি দেওয়ার অভিযোগে গ্ৰেফতার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here