শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সে পৃথিবীতে আসামাত্র তার মা-বাবাকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা হয়তো নিজেও জানত না ওই একরত্তি। কিন্তু মহামারীর সময়ে হাসপাতালের বিছানায় ২১ দিনের শিশুকে একা রেখেই লড়তে হচ্ছে তার মা-বাবাকে।
শিশুটির প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন হাসপাতালের চিকিৎসক-নার্সরাই। এমনই ঘটনা ঘটেছে কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক নার্সারি বিভাগে। চাইলেও তাঁর বাবা-মা যেতে পারছেন না কাছে। কারণ, তাঁরা দুজনেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ মেডিক্যালের পর এনআরএস! করোনা পজিটিভ প্রসূতি-সহ সদ্যোজাতকে পাঠানো হল বাঙুরে
জানা গিয়েছে, মাসখানেক আগে শিশুটির সময় তাঁর বাবা-মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। অন্যদিকে, শিশুটির জন্মের পরেই পায়ুদ্বারে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে তাঁকে মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে তাঁর অস্ত্রোপচার করতে হয়।
এরপর তাঁর বাবা একদিন তাকে হাসপাতালে আসেন। তারপর পরই তিনি আচমকা করোনায় আক্রান্ত হন। এদিকে স্বামীর সংস্পর্শে আসার কারণে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি মা এবং শিশুকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করেন। দু’জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রের খবর, বুধবার মায়ের শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে জানতে পারেন শিশু শল্য বিভাগের চিকিৎসকেরা। এর পরেই তাঁকে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। শিশুটিকে রাখা হয়েছে পেডিয়াট্রিক নার্সারি বিভাগে।
এদিকে শিশুটির বাবাকে এমআরবাঙুরে আর মাকে এসএসবি হাসপাতালে ভর্তি করানো হয়।শেষ পাওয়া খবর পর্যন্ত, দুজনের অবস্থাই বেশ সঙ্কটজনক। ফলে শিশুটির ভবিষ্যৎ নিয়ে কার্যত চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাঁর যত্নআত্তির কোনও খামতি রাখা হচ্ছে না বলেই হাসপাতাল সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584