সরকারি নির্দেশিকা মেনে ১০০ দিনের কাজ শুরু করতে তৎপরতা কোচবিহার

0
24

মনিরুল হক, কোচবিহারঃ

কাজ হারিয়েছেন অনেক দিন আগেই। বাড়িতে যা ছিল সেটাও এর মধ্যে খরচ করে রুটিরুজির সংস্থান করতে হয়েছে। এখন দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই কঠিন হয়ে পড়ছে। কেউ একবেলা, কারুর হয়তো অন্যের দেওয়া ত্রানের উপরে ভরসা করে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় করোনা আতঙ্কের মধ্যে অনাহারের হাহাকার শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

Coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই সমস্যা থেকে উদ্ধার করতে হলে একমাত্র পথ গ্রামের গরীব মানুষের হাতে পয়সা পৌঁছে দেওয়া। সেই কারনে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আগামী ২০ এপ্রিলের পর থেকে ১০০ দিনের কাজ লকডাউনের আওতার বাইরে রেখেছে।

person | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত যাতে ১০০ দিনের কাজ শুরু করা সম্ভব হয়, তাঁর জন্য জেলা থেকে ব্লক সমস্ত প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।ইতিমধ্যেই কি কি ক্ষেত্রে কাজ করা হবে, তা নিয়ে গ্রাম পঞ্চায়েত গুলোর সাথে প্রশাসনের আধিকারিকদের আলোচনাও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
তবে প্রশাসন সূত্রে জানা গেছে ২০ এপ্রিলের মধ্যে আপলোড করতে হবে।

আরও পড়ুনঃ লকডাউন চললেও প্রভাব নেই গুসকরায়, স্বাভাবিক ছন্দেই চলছে জনজীবন

এ বিষয়ে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, “লকডাউনের মধ্যে সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে জব কার্ড ধারীদের ১০০ দিনের কাজ দ্রুত পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে যাবতীয় পরিকল্পনা গ্রহন করা হচ্ছে।”

এদিকে গ্রাম পঞ্চায়েত সচিব সুদেব কুমার জানান, “সরকারি সমস্ত নির্দেশিকা মেনে যাতে করোনা ও লকডাউনের মধ্যে ১০০ কাজ শুরু করা যায়, তার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।” মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝাঁ বলেন, “সমস্ত দিক খতিয়ে দেখে তবেই ১০০ দিনের কাজের ব্যবস্থা গ্রহণ হবে। সেই চেষ্টাই এখন করা হচ্ছে।”

তবে জব কার্ড ধারী কয়েকজন শ্রমিকের কথায়, বেশীর ভাগ শ্রমিক দিন আনা দিন খাওয়া। তাই কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় রুটিরুজি নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। এখন সরকারি চেষ্টায় যদি ১০০ দিনের কাজও পাওয়া যায়, তবে কিছুটা হলেও বাঁচা যাবে। তবে কাজ করার পর টাকার জন্য দিনের পর দিন যাতে অপেক্ষা না করতে হয়, সেটাও প্রশাসনকে দেখতে হবে। নতুবা কাজ করেও না খেয়ে মরতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here