সাত মাসের শিশু কন্যাকে খুন মদ্যপ বাবার, গণধোলাইয়ে মৃত্যু অভিযুক্তের

0
61

মনিরুল হক, কোচবিহারঃ

মদ্যপ অবস্থায় নিজের ৭ মাসের কন্যা সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল বাবা। শুক্রবার সকালে ওই ঘটনা ঘটেছে দিনহাটার বড়নাচিনা ঘাটপাড় এলাকায়।

father murder to seven years child in dinhata | newsfront.co
নিজস্ব চিত্র

ওই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে যায়। পরে এলাকার বাসিন্দারা সেখানে গেলে তাঁদের উপড়েও চড়াও হয় ওই মদ্যপ ব্যক্তি। পরে বাসিন্দাদের একাংশ তাকে গণধোলাই দিতে শুরু করে। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করে।

সেখানেই মৃত্যু হয় অভিযুক্ত ওই মদ্যপ ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুর মা।

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে ১৭ জন স্বাস্থ্যকর্মী

দিনহাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটপাড় এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মণ মদ্যপ অবস্থায় এসে তার ৭ মাসের শিশু কন্যার উপরে চড়াও হয়। প্রথমে বাধা দিতে গেলে তার স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে কৃষ্ণ। এরপরেই এলাকার বাসিন্দারা ছুটে এসে কৃষ্ণ বর্মণকে আটকানোর চেষ্টা করে।

কিন্তু ধারাল অস্ত্র নিয়ে প্রতিবেশীদের উপরেও চড়াও হয় সে। পরে ক্ষুব্ধ জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় ছুটে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭ মাসের শিশু কন্যা আগেই মারা গিয়েছে। কৃষ্ণ বর্মনকে হাসপাতালে আনার পরে তার মৃত্যু হয় । তাঁর স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here