নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক অকল্পনীয় ঘটনা। রানিতলা থানার জীবনপুর দাসপাড়া গ্রামে নিজের সাত মাসের কন্যা সন্তানকে হত্যা করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
অভিযুক্তের নাম মামন শেখ। অভিযুক্ত মামন শেখের স্ত্রী নাইমা বিবি রানিতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রানিতলা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মামন শেখ কে সন্ধ্যেবেলায় সাঁকোর মোড় থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর অভিযুক্ত মামন শেখ বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তৎপরতার সঙ্গে পুলিশ মামন শেখের ব্যাপারে তদন্ত শুরু করে তাকে গ্রেফতার করে।
মামনের মৃত কন্যা সন্তানের নাম সাইরিন খাতুন। দুই বছর আগে মামন শেখ ও মহিমা বিবি বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে। ৭ মাস আগে লালবাগ মহকুমা হাসপাতালে জন্ম হয় কন্যা সন্তান সাইরিন খাতুনের।
সূত্রের খবর, কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মহিমা বিবির উপর মাঝে মধ্যে অত্যাচার করত অভিযুক্ত। কন্যা সন্তান হওয়ায় তাকে দেখতেও যায়নি মামন– পরিবার সূত্রে খবর।
আরও পড়ুনঃ ডিভাইডেরে ধাক্কা পুলিশের গাড়ির, মদ্যপ অবস্থায় চালানোর আরোপ
অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ও ২০১ ধারা ধারা অনুযায়ী পুলিশ ওই তদন্ত শুরু করেছে। অভিযুক্তের ৪ টে বিয়ে হয়েছে। এর আগেও অভিযুক্তের নামে রেপ কেসের অভিযোগ আছে। পুলিশ দেহটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বাড়ি থেকে ১০০ মিটার দূরে বাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে এসে পুকুরে ছুড়ে ফেলে দেয় বলে অভিযুক্ত নিজেই স্বীকার করে। অভিযুক্তকে আজ লালবাগ মহাকুমা কোর্টে তোলা হয়। পুলিশ সূত্রে খবর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অভিযুক্ত পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584