অলিম্পিকসের বাড়তি সময় অশ্বারোহনে সফলতা এনে দিতে পারে ফৌয়াদকে

0
131

প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ

Fawad Mirza | newsfront.co

অলিম্পিকের প্রস্তুতি চলছিল পুরোদমে। কিন্তু করোনার কারনে অলিম্পিক পিছিয়ে যাওয়ায় এনেকটাই হতাশ বেঙ্গালুরুর ফৌয়াদ মির্জা। প্রায় দু’দশক পরে এবারের টোকিও অলম্পিকের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

Fawad Mirza | newsfront.co

কথা ছিল, প্রায় দু’দশক পরে কোন ভারতীয় অলিম্পিক গেমস-এ অশ্বারোহনে অংশ নিতেন। অলিম্পিকে অংশগ্রহনের ছাড়পত্রও পেয়ে গিয়েছিলেন তিনি।

Fawad Mirza | newsfront.co

২০০০ সালে সিডনি অলিম্পিকে শেষ কোন ভারতীয় অশ্বারোহী হিসাবে অংশ নিয়েছিলেন ইমতিয়াজ আনিস। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে জোড়া রূপোর পদক জিতে নজর কেড়ে নিয়েছিলেন ফৌয়াদ।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ ঝুলেই রইল

Fawad Mirza | newsfront.co

ব্যক্তিগত বিভাগে পদক জয়ের পরে দলগত বিভাগেও দেশকে পদক এনে দিতে বড় ভূমিকা ছিল তাঁর। এই সাফল্যতেই গত বছর পান অজুর্ন পুরষ্কার। এশিয়াডের মতো অলিম্পিকসে কেমন সফল হতে পারেন, সেদিকে নজর ছিল ভারতবাসীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here