সুদীপ পাল,বর্ধমানঃ
নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সংসারের।সেই সংসারে রয়েছে বিবাহযোগ্যা কন্যা। কিন্তু বিবাহ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই বাবার।তীব্র অর্থ কষ্টে ভুগে তাই কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি।অবশেষে মেয়ের বিয়ের জন্য সেই পরিবারকে দশ হাজার টাকা সাহায্য করলেন গলসি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফজিলা বেগম। পঞ্চায়েত সূত্রে জানা যায়,রামগোপালপুরের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর পেশায় খেতমজুর।তাঁর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।আগামী ৩০ জানুয়ারি বড় মেয়ের বিয়ের দিন স্থির হলেও খরচ কিভাবে জোগাড় করবেন সে চিন্তা তাঁর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল।খেতমজুরের স্বল্প মজুরিতে সংসারের খরচই কোনরকম চলে তার উপরে আবার মেয়ের বিয়ে। ফজিলাদেবী এই ঘটনা জানতে পেরে তাঁর হাতে তুলে দিলেন চেক। এলাকাবাসী বলছেন, এর আগেও বিভিন্ন সমস্যায় মানুষ ছুটে গেলে ফজিলাদেবী সাহায্য করেন। এবারও অন্যথা হয়নি। যদিও ফজিলাদেবী বলছেন, ‘কর্তব্যটুকু করতে পেরে ভাল লাগছে।’
আরও পড়ুন: কল্পতরু মেলায় উপছে পড়া ভিড়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584