এফসিআই গোডাউনে আগুন,দমকলের ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা

0
102

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

FCI Godown fire
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এফসিআই গোডাউনে আগুনের ফলে প্রচুর জিনিস ভস্মীভূত হয়ে গেছে। আগুন কিভাবে লেগেছে তার হদিশ এখনো পাওয়া যায়নি।তবে বক্তব্য ঠান্ডার কারণে গতকাল রাত্রে গোডাউনের সামনে বেশ কিছু মানুষ আগুন জ্বালিয়ে বসেছিল।

FCI Godown fire
নিজস্ব চিত্র

সকাল সাড়ে আটটা নাগাদ এলাকার মানুষেরা এফসিআই গোডাউন থেকে আগুনের শিখা দেখতে পায়। এখনো পর্যন্ত আগুন নেভানো হয় নি।দমকলের গাড়ি এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় নি।

আরও পড়ুনঃ তুলার গোডাউনে আগুন,দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

FCI Godown fire
বাপ্পা চৌধুরী,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

এলাকার মানুষেরা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করছে যদিও এত বড় গোডাউনে যেখানে সমস্ত জিনিসপত্র ভর্তি ছিল সেটা অত সহজে নেভানো সম্ভব নয়।

FCI Godown fire
নিজস্ব চিত্র

তাছাড়া দমকল এখনও আসেনি সে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই খুব ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর মধ্যে। পাশাপাশি তারা আতঙ্কিত সেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে আরও বড় আকার ধারণ করবে।

FCI Godown fire
নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here