কৃষক সেতু নিয়ে আতঙ্ক বর্ধমানে 

0
152

সুদীপ পাল,বর্ধমানঃ 

কলকাতার মাঝেরহাট সেতুর একটি অংশ ভেঙে গেছে।তারপর বর্ধমানবাসী অনেকের মনেই এখন আতঙ্ক এবার কি তবে বর্ধমানের কৃষক সেতু?  কেন এই আতঙ্ক?এ প্রশ্নের উত্তরে সাধারণ মানুষদের বক্তব্য,পাথর বালির গাড়ি গেলে সেতুটি কাঁপতে থাকে এবং সেই সময় দাঁড়িয়ে থাকাও বিপদজনক মনে হয়। ১৯৭৩ সালে হয়েছিল এই কৃষক সেতু।বর্ধমান শহরের সঙ্গে খণ্ডঘোষ,রায়না এমনকি পুরুলিয়া, মেদনীপুর, হুগলি জেলার একটি যোগাযোগ মাধ্যম এই সেতু।১৯৭৩ সালে তৈরি হবার পরে ১৯৭৮ সালে চালু হয় এই সেতু।

নিজস্ব চিত্র

সেতুর উপর দিয়ে ব্যাপক যানবাহন চলাচল করে কিন্তু মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পরে অনেকেই এখন আতঙ্কে ভুগছেন বিশেষ করে যারা নিয়মিত চলাচল করেন।তাঁদের বক্তব্য, জলের উপর দাঁড়িয়ে থাকা থামেতে আগাছা গজিয়েছে।সেতুর ওপরে রয়েছে গর্ত এবং সেই গর্তে গাড়ির চাকা পড়লে কেঁপে ওঠে সেতু।পূর্ত দফতরের মুখ্য বাস্তুকার,নির্বাহি বাস্তুকার সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিরা কৃষক সেতু পরিদর্শনে গিয়েছিলেন।জেলাশাসক অনুরাগ অনুরাগ আশ্বাস দিয়েছেন যে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বর্ধমান জেলার সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে জানা যায়,২০১৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিআরআরআই যৌথভাবে এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন এবং তারা ‘ফিট’ বলেও জানিয়েছিলেন।কিন্তু তারপর আর কোন পরীক্ষা করা হয়নি যদিও জানা যায় আধুনিক পদ্ধতিতে সংস্কার করার জন্য দুই কোটি টাকার প্রকল্প নিয়েছে পূর্ত দফতর।

আরও পড়ুনঃ টিকার ভুলে শিশুমৃত্যুর অভিযোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here