পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক মাথাভাঙায়

0
51

মনিরুল হক,কোচবিহারঃ

Fear at mathavanga due to tiger Footprints
নিজস্ব চিত্র

ফের মাথাভঙ্গায় বাঘের আতঙ্ক।বাঘের আতঙ্কে ঘুম কেড়েছে মাথাভাঙা শহরের ও তার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের।গতকাল রাতে ফের মাথাভাঙা শহরের ১০ নং ওয়ার্ড ময়নাতলির মোড ও তার পার্শ্ববর্তী পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের ছাপ দেখতে পাওয়া যায় পরে খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের।ওই ঘটনায় এলাকায় নতুন করে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছে।বন দফতরের মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জার সজল পাল বলেন,রাতে আমারা খবর পাই যে ওই এলাকায় বাঘের পায়ের ছাপের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে। তবে তা বাঘের পায়ের ছাপ কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Fear at mathavanga due to tiger Footprints
পায়ের ছাপ।নিজস্ব চিত্র

ওই এলাকাগুলিতে নজরদারি শুরু করেছে বন দফতরের কর্মীরা।এলাকায় গিয়ে বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কোন কারন নেই বলে আশ্বস্ত করছেন বন দফতরের কর্মীরা।প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে কুসিয়ার তলা, গুমানি, পুটিমারী, পাটাকামারী, নবিনের তলা এলাকায় বাঘ দেখতে পাওয়ার দাবী করছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতরের কর্মীরা একাধিক বার বাঘ ধরার জন্য ফাঁদ পাতলেও তাতে কিছুই ধরা পড়েনি।

আরও পড়ুনঃ বাঘের আতঙ্কে তটস্থ গরুঝোড়া

গতকাল রাতে ফের মাথাভাঙা ২নং ব্লকের পাটাকামারিতে বাঘ দেকতে পাওয়ার খবর পায় বন দফতরের কর্মীরা। ভোর রাতে ফের খবর পাওয়া যায় বালাসি এলাকায় নদীতে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয়রা বাঘ দেখতে পান। ওই ঘটনায় এলাকায় নতুন করে ফের বাঘের আতঙ্ক দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here