মনিরুল হক,কোচবিহারঃ

চোখের পলেকেই হু হু করে বাড়ছে তোর্সা নদীর জল। হঠাৎ করেই নদীর জল ফুলে ফেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পরে নদীর চর সংলগ্ন এলাকার মানুষ। মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টার সময় থেকে তোর্সা নদীর জল বাড়ছে দেখতে পায় স্থানীয়রা। মিনিট পনেরোর মধ্যেই শান্ত তোর্সা যেন অশান্ত হয়ে ওঠে।

প্রতি বছরই বর্ষার সময় তোর্সা নদীর জল বেড়ে ওঠে। কিন্তু যে পরিমান বৃষ্টি হওয়ায় কথা তা এখনও হয়ে ওঠে নি। আজ সামান্য বৃষ্টিতেই ফুলে ফেঁপে উঠেছে নদী তা কেউ আঁচ করতে পারচ্ছে না।তার জেরে তোর্সা নদীতে থাকা বাঁশেরসাঁকো ভেঙ্গে যায়।
ফলে কোচবিহার ১ নং ব্লকের শুঁটকাবাড়ি, মোয়ামারি, টাপুরহাট,আক্রারহাট, নিশিগঞ্জ প্রভৃতি এলাকায় নদী পথে যাতায়াত বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮-৯ পর্যন্ত কোচবিহার জেলা জুড়ে সামান্য বৃষ্টি হয়। তারপর থেকে ক্রমাগত নদীর জল বাড়েই চলেছে। মনে হচ্ছে হয়তো কোনও নদীর জল ছেড়েছে। কয়েক মিনিটের মধ্যে এতটাই জল বেড়েচ যাচ্ছে তাতে কিন্তু নদীর চর এলাকার মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে জল বেড়েছে নদীগুলিতে। তিস্তার জল ঢুকে পড়ছে।
আরও পড়ুনঃ বন্যা পরিস্থিতি ডুয়ার্সে
জেলার নদীগুলির মধ্যে তোর্সার অবস্থা উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা। তোর্সা লাগোয়া ফাঁসির ঘাট, ঘুঘুমারির চর, পানিশালার চর, কারিশাল ও বলরামপুরের কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584