সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
অদ্ভুত এক মশাকে ঘিরে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।সোমবার বিকেলে কাকদ্বীপের বাসন্তী ময়দানের বাসিন্দা কমলা মজুমদারের হাতে একটি মশা বসে। মশাটি হাতে বসলে, তিনি হাতের দিকে তাকিয়ে দেখেন, একটি অদ্ভুত ধরনের মশা তাঁর হাতে বসেছে।মশাটির সাতটি পা সহ বড় আকৃতির হুল রয়েছে।
পিঠে রয়েছে বড় আকারের পাখনা। মশাটির গায়ের রং নীলচে। তবে গায়ে ছোপ ছোপ চিহ্নও রয়েছে।সাধারণতঃ এরূপ ধরনের মশা এই অঞ্চলে দেখা যায় না বলে, কমলাদেবীর দাবি।তবে মশাটিকে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এমনকি মশাটিকে দেখতে কমলাদেবীর বাড়িতে ভিড় জমান বহু মানুষ। বর্তমান একটি কৌটোর ভেতরে মশাটিকে আটকে রেখেছেন মজুমদার পরিবার।
তবে পতঙ্গটি কি সত্যিই মশা?আর যদি সত্যিই মশা হয়ে থাকে,তাহলে মশাটি এই অঞ্চলে জন্মেছে নাকি অন্য কোথাও থেকে মশাটি এই অঞ্চলে এসেছে,তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।
আরও পড়ুনঃ প্রকাশ্য রাস্তায় কুপিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584