মহম্মদ বাজারে ট্যারেনটুলা আতঙ্ক

0
74

পিয়ালী দাস,বীরভূমঃ

গত বছরের পর এবারও ট্যারেনটুলার আতঙ্ক মহম্মদ বাজারের খড়িয়া গ্রামে।

tarantula | newsfront.co
উদ্ধার হওয়া ট্যারেনটুলা।নিজস্ব চিত্র

খড়িয়া গ্রামে বাড়ির চত্বরে কালো রোমশ মাকড়সা দেখতে পান গনেশ মাহারা। তারপর একটা জার এনে তাতে বন্দী করেন।আর সেই মাকড়সা বোতলবন্দী করে আনতেই তা দেখতে ভিড় করেন অনেকেই।

গনেশ মাহারা বলেন, মাকড়সা দেখার পর থেকে আতঙ্কে আছি।ঘরে থাকতে ভয় লাগছে।গতবছর মহম্মদ বাজার থানার বিভিন্ন এলাকায় ট্যারেনটুলা মাকড়সা দেখতে পাওয়া গিয়েছিল।সাহানগরে ট্যারেনটুলার কামড়ে পায়ে পচন ধরেছিল এক কাঠ মিস্ত্রির।বর্ষার বৃষ্টি শুরু হতেই ট্যারেনটুলার দেখা মিলতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ডায়ালিসিস-সিটি স্ক্যান পরিষেবার দাবি

বনদফতর সূত্রে খবর,এই বিষাক্ত মাকড়সা নিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here