বীরপাড়ায় চিতার ভয়ে আতঙ্কিত এলাকাবাসী

0
64

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

fear of tiger at birpara
নিজস্ব চিত্র

মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন চা বাগান গুলিতে ক্রমশ বেড়েই চলেছে চিতার আক্রমন।চিতার আতঙ্কে আতঙ্কিত স্কুল পড়ুয়ারা।আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে।ফলে ব্যহত হচ্ছে স্কুলের পঠন পাঠন।আতঙ্কিত অভিভাবকরা পড়েছেন সমস্যায়।বিশেষ করে প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়ার অভিভাবকদের বেশি করে ভাবিয়ে তুলেছে।তারা তাদের বাচ্চার পড়া ও বন্ধ করতে পারছেন না,আবার স্কুলেও পাঠাতেও ভয় পাচ্ছেন।রামঝোরা,গেরগেন্ডা তুলসি,হান্টা,ধুমচি লংকা পাড়া সর্বত্র আতংকের পরিবেশ।ফলে প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্র গুলির পড়ুয়াদের স্কুলে যাবার সমস্যা প্রকট ভাবে দেখা দিয়েছে।নর খাদক চিতার লক্ষ্য শিশুদের উপর।ধুমচি পাড়া বড়ো লাইন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধিমান লামা বলেন,সম্প্রতি চিতার হানায় কয়েক জনের মৃত্যুর ফলে এলাকায় প্রচন্ড আতঙ্কের সৃস্টি হয়েছে।যার প্রভাব পড়ছে স্কুল গুলিতে।গেরগেন্ডা টি,জি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বিন্দু তামাং বলেন,আতঙ্ক আছে।তবে ছাত্রছাত্রীদের নদী পার করে তবেই তাঁরা বাড়ি ফিরে যাই।
রামঝোরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ কামি জানান,”শিশু ও অভিভাবকদের মধ্যে প্রচন্ড আতঙ্ক রয়েছে।তবে তাদের দলবেঁধে যাতাযাত করতে বলেছি।এছাড়া শিঘ্রই অভিভাবকদের নিয়ে একটি জরুরী সভা ডাকা হয়েছে।”
কনক ও রিয়া মাহাতো নামে দুই পড়ুয়া জানায়,”দুই কিমি পথ জঙ্গল পার হয়ে রামঝোরা স্কুলে জীবনের ঝুকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয়।প্রচন্ড ভয় লাগে।” ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন, “আতঙ্ক সৃস্টি হওয়া স্বাভাবিক।তবে আমরা সব সময় শ্রমিকদের পাশে থেকে যতদুর পারি সাহায্য করব।”

আরও পড়ুনঃ নবজাতককে প্রাণ দিয়ে মৃত্যুর কোলে চিকিৎসক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here