পিয়ালী দাস, বীরভূমঃ
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম বাঘের আতঙ্ক ছড়ায় সিউড়ি থানার গরুঝোড়া গ্রামে। স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, তিনি একটি বাঘের শাবককে দেখতে পেয়েছেন এবং বেশ কিছু গ্রামবাসী দাবি করেন তাঁরা বাঘের গর্জন শুনতে পেয়েছেন। এমনকি মাটিতে একটি পায়ের ছাপকে বাঘের পায়ের ছাপ বলেও দাবি করেন তাঁরা।
এরপর থেকে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। মশাল হাতে গ্রাম পাহারা দিতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাস্থানে যায় সিউড়ি থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। কিন্তু তারা সেখানে বাঘের সন্ধান পায়নি। গতকাল রাত্রে পুনরায় বাঘ দেখেছেন বলে দাবি করেন দুজন গ্রামবাসী। শেখ আলমগীর নামে এক গ্রামবাসী জানান, গতকাল রাত্রে গোয়াল ঘরে গরু রাখতে যাবার সময় তিনি একটা বাঘের শাবককে দেখতে পেয়েছিলন। প্রায় দুই থেকে আড়াই ফুট লম্বা। এরপরই তিনি ছুটে বাড়ি ঢুকে যান। পরে সমস্ত গ্রামবাসীরা মিলে খুঁজতে গেলে সেই শাবক পালিয়ে যায়। তিনি আরও বলেন গ্রামের দুটো ছাগল ও বেশ কয়েকটি কুকুর পাওয়া যাচ্ছে না। বাঘেই সেগুলিকে খেয়ে ফেলেছে।
প্রথম যেদিন সন্ধ্যায় বাঘের আতঙ্ক ছড়ায় ঠিক তার পরের দিন বনকর্মীরা গ্রামে যায়। তারা পুরো এলাকায় তল্লাশি চালায় এবং পায়ের ছাপটি খতিয়ে দেখে। বনবিভাগের পক্ষ থেকে দাবি করা হয় পায়ের ছাপটি বন বিড়াল অথবা পোষ্য বিড়ালের হতে পারে। কারণ এই লোকালয়ে বাঘ আসার কোনও সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন না। গ্রামবাসীরা তাদের দাবিতে অনড়। মোটের উপর বাঘের ভয়ে তাদের রাতের ঘুম উড়ে গেছে। বনদফতরের আধিকারিক বিজন কুমার নাথ জানান, নতুন করে বাঘের আতংক দেখা দিয়েছে, পায়েরছাপ সংগ্রহ করলাম, পরীক্ষা করার পর বলা যাবে এটা বাঘের পায়ের ছাপ নাকি অন্য কোনো জন্তুর পায়েরছাপ।
আরও পড়ুনঃ স্যাটেলাইট ফোন সহ গ্রেফতার ইজরায়েল নাগরিক বাগডোগড়া বিমানবন্দরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584