পিয়া গুপ্তা, উত্তর ২৪ পরগনাঃ
জেলা শিল্প দফতরের উদ্যোগে আজ ইসলামপুর সূর্যসেন মঞ্চে খুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে এক আলোচনা চক্র হয়ে গেলে। ইসলামপুর শিল্প তালুকের শিল্প সম্ভাবনা নিয়ে জেলা শিল্প দপ্তরের আধিকারিক জেনারেল ম্যানেজার সুনীল চন্দ্র সরকার তিনি জানান ইসলামপুরের শিল্পতালুক বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করা যায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সম্ভাবনা রয়েছে।
বাস্তবায়ন করতে আজ চেম্বার অব কমার্সের এবং জেলা শিল্প দফতরের উদ্যোগে ইসলামপুর সূর্যসেন মঞ্চে আজ এক আলোচনা হল। সভার আয়োজন করা হয় আলোচনাচক্রে শিল্প সম্বন্ধে আলোচনা হয় এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অলংকৃতা পান্ডে, ব্লক আধিকারিক শতদল দত্ত সহ চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে দামোদর আগরবাল সমস্ত ধরনের ব্যবসায়িরা।
আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি
ইসলামপুর শিল্প তালুকের জেলার একটি মাত্র শিল্পতালুক উদ্বোধন করেন বাম জমানায় শিল্পমন্ত্রী মানব মুখোপাধ্যায় এবং পরে শিল্প তালুকের আবার উদ্বোধন হয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং সেখানে একটি কর্মতীর্থ গড়ে তোলা হয়। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য সেই জমিকে যাতে ৯৯ বছরের লীজে পাওয়া যায় সেজন্য চেম্বার অব কমার্স জেলা শিল্প দফতরকে উদ্যোগ নিতে বলা হয়েছে। ইসলামপুরে সহ আশপাশের এলাকায় আনারস শিল্প সহ চা শিল্প ভুট্টা শিল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্প জাতীয় শিল্প গড়ে তোলা যায় জন্যই এই মিটিং বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584