নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য সরকারের সাথে কেন্দ্রের আলোচনার পর রাজ্যে একাধিক দূরপাল্লার ট্রেন সহ একাধিক লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।
সেইমত গত বুধবার থেকে একাধিক লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেন চালু হয়ে গিয়েছে, কিন্তু সারা রাজ্যে একাধিক জায়গায় লোকাল ট্রেন চালু হলেও লোকাল ট্রেন চলা শুরু হয়নি দক্ষিণ-পূর্ব রেলের পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা খড়্গপুর শাখায়। স্টেশনে কোন যাত্রী নেই।
টিকিট কাউন্টারে ঝুলছে তালা। বুধবার এমন চিত্র উঠে এসেছিল বেলদা খড়্গপুর শাখার বেলদা রেল স্টেশনে। এদিন বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চলা শুরু হলেও এই রুটে কোন ট্রেন না চালু হওয়ায় উদ্বিগ্ন নিত্যযাত্রীদের একাংশ।
আরও পড়ুনঃ ‘দেখবি জ্বলবি,লুচির মত ফুলবি’ ঘাটালে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বললেন শুভেন্দু
বেলদা স্টেশন থেকে লোকাল ট্রেন চালুর দাবিতে বেলদা তে একটি মিছিল করে গান্ধী পার্কে গণবিক্ষোভ অবস্থান কর্মসূচি গ্রহণ করল ফেডারেশন অফ ট্রেড অর্গানাইজেশনের সদস্যরা।তাদের এই দাবি যদি না মানা হয় তবে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584