পাঁচশো ফি বেড়ে পাঁচ হাজার,রাতভর উপাচার্যকে ঘেরাও

0
54

পিয়ালী দাস,বীরভূমঃ

fees five hundred to five thousand
নিজস্ব চিত্র

ফি-বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় পঞ্চাশজন আধিকারিককে মঙ্গলবার বিকেল থেকে রাতভর ঘেরাও করে রাখল পড়ুয়ারা।

পড়ুয়াদের দাবি,বর্ধিত ফি না কমানো পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিশ্বভারতীতে ভর্তির ক্ষেত্রে এবছর থেকে সাধারণ পড়ুয়াদের ফি দ্বিগুণ,সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির পড়ুয়াদের ফি পাঁচগুণ ও অন্য বিদেশি পড়ুয়াদের ফি দশগুণ বৃদ্ধি করা হয়েছে।এরপরেই বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে নামে পড়ুয়ারা।

গত কয়েকদিন আন্দোলনের পর গতকাল বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে আলোচনায় বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও আধিকারিকরা।মঙ্গলবার বিকেল ৩ টে থেকে আলোচনা শুরু হয়। কিন্তু, দু’পক্ষই তাদের সিদ্ধান্তে অনড় থাকায় লিপিকা প্রেক্ষাগৃহের গেট বন্ধ করে উপাচার্য সহ বাকি অধ্যাপক ও আধিকারিকদের ঘেরাও করে পড়ুয়ারা।

আরও পড়ুনঃ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি

পড়ুয়ারা জানিয়েছে,যতক্ষণ না কর্তৃপক্ষ বর্ধিত ফি কমানোর সিদ্ধান্ত নেবে, ততক্ষণ ঘেরাও আন্দোলন চলবে।

গত আট বছরে ভর্তির ফি বাড়েনি।এ বছর তাই নতুন যাঁরা ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে ভর্তি-ফি বাড়বে।’’ প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিশ্বভারতীর আভ্যন্তরীণ পড়ুয়ারা।

২০১৮ সালে সাধারণ এবং ওবিসি আবেদনকারীদের জন্য আবেদন-ফি ছিল ৫০০ টাকা। এবছর সাধারণ এবং ওবিসি ছাত্রছাত্রীদের জন্য আবেদন ফি দ্বিগুন বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা। একই সঙ্গে ‘ইকনোমিক্যালি উইকার সেকশন’ (ইডব্লিউএস) এর জন্যও আবেদন ফি রয়েছে ১০০০ টাকা।অন্য
দিকে,এসসি এসটি এবং বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের আবেদন-ফি ১৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা।সবচেয়ে বিপাকে পড়েছেন বিদেশী পড়ুয়ারা। প্রতিবছর ভালো সংখ্যায় বিদেশ থেকে পড়ুয়ায়া পড়তে আসেন এই বিশ্ববিদ্যালয়ে। এবার সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির পড়ুয়াদের আবেদন ফি বেড়েছে দশগুন! যা ছিল ৫০০ টাকা তা হয়েছে ৫ হাজার টাকা।আর সার্ক বহির্ভূত দেশগুলির পড়ুয়াদের ক্ষেত্রে আবেদন ফি-র পরিমাণ ১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার টাকা।

এই হারে ফি বৃদ্ধিতে স্বাভাবিক ভাবেই চরম বিপাকে নানা স্তরের ছাত্রছাত্রীরা।বিশ্বভারতীর এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ইউজিসি থেকে নিজেদের তহবিল নিজেদেরকেই তৈরি করতে হবে এমন নির্দেশ আছে।সেই কারণে ‘সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী ফি বাড়ানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here