রাত্রি জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা হলো না

0
97

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

elephant destroyed crops
নিজস্ব চিত্র

প্রাণ হাতে নিয়ে হাতির হুঙ্কারকে উপেক্ষা করে রাত জেগেও শেষ রক্ষা হল না।হাতির হুঙ্কার আর গর্জনে রাত জেগে জমি পাহারা দিয়েও শেষ রক্ষা হল না সুশান্ত, সুমন্ত, অলীকদের কৃষিজমির। সকালের আলো ফুটতেই চাষিদের মাথায় হাত। মাঠ ভরা ধান,আলু সব লণ্ডভণ্ড করে গেছে হাতির দল।ঘটনা চন্দ্রকোণা টাউনের বোনা, নতুনহাট,ধরমপুর,বালা,কোলাবেড় রাধাবল্বাভ পুরের মত একাধিক গ্রামের।

আরও পড়ুনঃ বর্ধমানে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ঘিরে প্রশাসনিক তৎপরতা

এমনিতেই এলাকাবাসী দুইটি দল ছুট হাতির তাণ্ডবে প্রায় মাস খানেক ধরে নাজেহাল হচ্ছিল। এরই মাঝে গতরাতে একদল হাতির তাণ্ডব বেশ অস্বস্তিতে ফেলেছে এলাকাবাসীদের সাথে সাধারণ কৃষকদের।এর সাথে গোদের উপর বিষফোঁড়ার মত হাতি দেখতে আসা শত শত মানুষের পায়েও নষ্ট হচ্ছে কৃষকের ফসল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here