থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে কেশপুরের উত্তর শীর্ষাতে রক্তদান শিবির

0
78

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ  

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো কেশপুর ব্লকের উত্তর শীর্ষা যুব সম্প্রদায়। কেশপুর ব্লকের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর শীর্ষা যুব সম্প্রদায়ের উদ্যোগে খেতুয়া নজরুল সদন সুপার মার্কেটে সোমবার অনুষ্ঠিত হলো একটি মহতী রক্তদান শিবির। আয়োজকদের পক্ষে শিবিরে সবাইকে স্বাগত জানান সুদীপ ব্যানার্জী সহ অন্যান্যরা। এদিনের শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ।

নিজস্ব চিত্র

এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, কেশপুর কলেজের অধ্যাপক ড.শান্তনু পান্ডা,তোড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল গুড়ে,রানীয়ড় ক্ষুদিরাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তিলক চাঁদ রায়,সমাজসেবী শিক্ষক লক্ষ্মীকান্ত মান্না, সমাজকর্মী শিক্ষক সেখ মহম্মদ ইমরান, শিক্ষক মীর আসির উদ্দিন , সমাজকর্মী সেক রাজ প্রমুখ।

নিজস্ব চিত্র

উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জী,সুমন ঘোষ,শ্যামপদ মন্ডল ,সুজয় মালিক, অতনু কোলে সহ অন্যান্যরা। আয়োজকদের পক্ষে সুদীপ ব্যানার্জী জানান, গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং থ্যালাসেমিয়া আক্রন্ত শিশুদের পাশে দাঁড়াতে তাঁরা রক্তদানের এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি আরও জানান রক্তদানের ক্ষেত্রে তাঁদের বন্ধুদের এটি তৃতীয় উদ্যোগ।আগামীদিনেও সবার সহযোগিতায় তাঁরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here